আইনের সমান প্রয়োগ
1.পুরোনো দিনের একটি গল্প উল্লেখ করে মাহবুব তালুকদার বলেন, ‘আফ্রিকান একজন
রাজা অভিনব কায়দায় বিচার করতেন। একটা গ্লাসে শরবত, একটাতে বিষ, আরেকটাতে
পানি রাখা হতো। দোষীরা আসতো। বিষ পান করলে মারা যেতো। পানি পান করলে
অব্যাহতি পেতো। আর শরবত পান করলে পুরস্কৃত হতো। অনেকে তার বিচার ব্যবস্থা
নিয়ে সমালোচনা করেছেন। উত্তরে রাজা বলেছিলেন, আমি তো রাজা, বিচারক নই। আমি
তো বিচারের আইনকানুন কিছু জানি না। যিনি অপরাধী তার বিচার করেন
ভাগ্যবিধাতা। আমি পুরোটাই ভাগ্য বিধাতার হাতে ছেড়ে দিয়েছি। কারণ এই বিচারে
তিনিই আসল বিচারক। সেই রাজার বিচার ব্যবস্থা এখন আর নেই। এখন বিচারকরাই
বিচার করে থাকেন। বিচারকরাই ভাগ্য বিধাতার প্রতিভূ।’
No comments